রাজ্য সরকারী কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘভাতা প্রদানের ঘোষণা রাজ্য সরকারের

mask.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ।। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মন্ত্রীসভার বৈঠকে ৫ শতাংশ মহার্ঘভাতা প্রদানের ঘোষণা করা হয়েছে। সরকারী তথা অনুদান প্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মচাররাও এই ভাতা পাবেন। মঙ্গলবার অর্থমন্ত্রী তপন চক্রবর্তী মন্ত্রীসভার সিদ্ধান্তে ৫ শতাংশ মহার্ঘভাতার ঘোষনা করে সাংবাদিকদের জানান, এর জন্য রাজ্য সরকারের বার্ষিক ১৬২.৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তিনি জানান, কন্টিনজেন্ট, DRW, হোমগার্ড কর্মীগণ প্রতিদিন ৩টাকা ৭৫ পয়সা করে, গ্রুপ ডি কর্মচারী (যারা মাসিক হারে নিয়োজিত) মাসে অতিরিক্ত ১১৫ টাকা, ফিক্সড পে গ্রুপ সি কর্মচারী মাসে অতিরিক্ত ১৯০ টাকা, গ্রুপ ডি ফিক্সড পে কর্মচারী মাসে অতিরিক্ত ১১৫ টাকা, পার্টটাইম কর্মীগণ মাসে অতিরিক্ত ৯০ টাকা, অর্থ দপ্তরের অনুমোদনহীন বসস্ক শিক্ষার শিক্ষকগণ, পার্টটাইম ইনষ্ট্রাকটর, কমিউনিটি হেলথ গাইডরাও দৈনিক অতিরিক্ত ৩টাকা ৭৫ পয়সা হারে পাবেন। এই ৫ শতাংশ মহার্ঘ ভাতা ১লা জানুয়ারী ২০১৬ থেকে কার্যকর হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*