নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ।। যেদিন থেকে ব্রডগেজের কাজ শুরু হয়েছে সেদিন থেকেই রাজ্যের মানুষ ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের ভেতরে পরীক্ষামূলক ব্রডগেজ যাত্রা শুরু হয়েছে ইঞ্জিনেই সাড়া পড়ে গেছে রাজ্য জুড়ে। মঙ্গলবার, আগরতলা থেকে ব্রডগেজ ইঞ্জিন উদয়পুরে পাড়ি দিয়েছে, পথে পথে উচ্ছাসের রেশ শেষ হয়েছে উদয়পুরে। উদয়পুরে পরবর্তী কয়েক মাসেই যাত্রীবাহী ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর। জানা গেছে, ব্রডগেজ ইঞ্জিনটি মঙ্গলবারই আগরতলায় ফিরে আসবে – বলার অপেক্ষা রাখেনা ব্রডগেজ ইঞ্জিনের গল্পেই রাত কাটবে উদয়পুরবাসীর।