পাকিস্তানে সচিবালয়ের বাসে বোমা বিস্ফোরণ, নিহত ১৫

pkdআন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সরকারি কর্মকর্তাবাহী একটি বাসে টাইমবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আরো ২৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে পেশোয়ারের সুনেহরি মসজিদের কাছে ওই বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কাশিফ। মারদান শহর থেকে প্রাদেশিক রাজধানীতে যাচ্ছিল সচিবালয়ের ওই বাসটি। বিস্ফোরণের পর সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ কাসিফ জানিয়েছেন, বাসের পেছনের অংশে বোমাটি লাগানো ছিল। তিনি যোগ করেন, ওই বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন। বোমা অপসারণ ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটির ওজন ছিল আট কেজি।
খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারের তথ্য উপদেষ্টা ডন নিউজকে জানান, প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক ওই হামলার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*