খেলাধুলা ডেস্ক ।। আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচের আগে আদর্শ প্রস্তুতি সেরে রাখলো শহিদ আফ্রিদির দল। বুধবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশকে ৫৫ রানে হারিয়েছে পাকিস্তান। অতীত ইতিহাস পাকিস্তানকে পিছিয়ে রাখলেও অধিনায়ক আফ্রিদি অতীত নিয়ে ভাবতে চান না বলে জানান। ব্যক্তিগত ও দলগত ব্যর্থতার কারণে দীর্ঘদিন ধরেই সমালোচনা হজম করে আসছিলেন আফ্রিদি। বুধবার অলরাউন্ডিং পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দিলেন এই ড্যাশিং ক্রিকেটার। ১৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলার পর ৪ ওভারের স্পেলে ২৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন আফ্রিদি। তার দ্যুতিতেই বড় জয় পায় টিম পাকিস্তান। ম্যাচসেরা তিনিই। কলকাতার ইডেন গার্ডেন্সে হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসটাও বেড়ে গেল। যে কোনো বিশ্বকাপের আসরেই এখনো পর্যন্ত ভারতকে হারাতে পারেনি তারা। আবার ইডেনে কখনো পাকিস্তানকে হারাতে পারেনি ভারত। তবে এসব অতীত পরিসংখ্যান নিয়ে কোনো মাথাব্যথা নেই আফ্রিদির। বুধবার ম্যাচ শেষে উচ্ছ্বসিত আফ্রিদি বলেন, ‘আমি অতীত নিয়ে কথা বলতে চাই না। আমি অতীতে বাস করছি না। আমি মনে করি, আমাদের ভুল থেকে শেখা উচিত। ভারত দারুণ ক্রিকেট খেলছে। আগের ম্যাচটিতে (এশিয়া কাপ) তাদের বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। তবে এই ম্যাচ জেতায় আমরাও দারুণ অনুভব করছি।’ এরপর গোটা টুর্নামেন্টে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমার পারফরম্যান্স সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমি সত্যিই পারফর্ম করার জন্য ক্ষুধার্ত। গত কয়েকটি সিরিজে আমি ভালো করতে পারিনি। আমি নিজের পারফরম্যান্সের ওপর খুব জোর দিচ্ছি। কেননা, আমি জানি এটি আমার এবং আমার দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৯৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৩৬৩ রান করেছেন আফ্রিদি। সেই সঙ্গে তিনি উইকেট নিয়েছেন ৯৫টি। টি-টুয়েন্টি বিশ্বকাপে আর মাত্র ৫টি উইকেট পেলেই একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে হাজার রান ও ১০০ উইকেটের বিরল কীর্তি গড়তে পারবেন এই পাকিস্তানি অধিনায়ক।