জাতীয় ডেস্ক ।। ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। পেট্রলের দাম বাড়ল লিটারে ৩.০৭ টাকা, ডিজেলে ১.৯০ টাকা। আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে এই নতুন দাম। তিনমাস পর বাড়ল পেট্রলের দাম। জানুয়ারি মাস থেকে ক্রমাগত কমছিল পেট্রল। এবার এক ধাক্কায় লিটারে তিন টাকা বাড়ল দাম। শেষবার গত ১ মার্চ পট্রলের দাম কমেছিল প্রতি লিটারে ৩.০১ টাকা। কিন্তু, ১৫ দিনের মধ্যে দাম বাড়ল পেট্রলের। অন্যদিকে, ১ মার্চ ডিজেলের দাম বেড়েছিল লিটারে ১.৪৭ টাকা। এদিন লিটারে ১.৯০ টাকা ডিজেলের দাম। গত ১৬ ফেব্রুয়ারি থেকে এদিনের ধরে ডিজেলের দাম লিটারে মোট ৩.৬৫ টাকা বৃদ্ধি পেল। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ার অয়েলের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ার ফলেই এই মূল্যবদ্ধি।