জাতীয় ডেস্ক ।। সিবিএসই দ্বাদশ শ্রেণির অঙ্কের প্রশ্নপত্র ‘কঠিন’এসেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আবেদন করছেন অন্তত ২৪০ জন পড়ুয়া, অভিভাবকরা। অভিযোগকে সমর্থন করেছেন অন্তত ২৫ হাজার মানুষ! কেন্দ্রের আশ্বাস, খাতা মূল্যায়নের সময় সব দিক বিবেচনা করা হবে। মঙ্গলবার সম্পন্ন হয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অঙ্ক পরীক্ষা। অভিযোগ, এবছর প্রশ্নপত্র এতটাই না কি কঠিন এসেছে, যে বহু পরীক্ষার্থীকে দেখা গিয়েছে কাঁদতেকাঁদতে পরীক্ষাকেন্দ্র থেকে বের হতে। এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে অভিযোগের বন্যা। পরীক্ষার ২৪-ঘণ্টার মধ্যে বহু অভিভাবক ও পড়ুয়া ‘change.org’ ওয়েবসাইটে গিয়ে নিজেদের অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, প্রশ্নপত্রের গুণগত মান মাথায় রেখে খাতা মূল্যায়নের সময় যেন একটু নরম মনোভাব দেখানো হয়। জানা গিয়েছে, এই অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে বেশি আবেদন এসেছে গুয়াহাটি থেকে। সেখানে একটি ছাত্র ওই আবেদন শুরু করেন, যাতে সাড়ে ১২ হাজার পড়ুয়া এবং অভিভাবক স্বাক্ষর করেছেন। ওই ছাত্রটি নিজের আবেদনে লিখেছেন, আইআইটি-প্রবেশিকার মানে প্রশ্নপত্র তৈরী করে সিবিএসই বহু পরীক্ষার্থীর স্বপ্নভঙ্গ করেছে। সিবিএসই-র উচিত অবিলম্বে এই বিষয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে মুখ খোলা। গুয়াহাটির পাশাপাশি কলকাতা, চেন্নাই, ত্রিশূর সহ অন্যান্য শহর থেকেও আবেদন জমা পড়েছে। প্রশ্নপত্র বিতর্কের আঁচ এদিন গিয়ে পড়েছে সংসদেও। অঙ্কের প্রশ্নপত্র নিয়ে ওঠা উদ্ভুত বিতর্ক নিয়ে এদিন লোকসভায় সোচ্চার হন কংগ্রেসের কে সি বেণুগোপাল এবং আরএসপি-র এন কে প্রেমচন্দ্রণ। জবাবে, কেন্দ্রের তরফে পড়ুয়াদের অভয় দেওয়া হয়েছে। এদিন সংসদ-বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, কয়েকটি প্রশ্ন অত্যন্ত কঠিন ছিল এবং বহু মেধাবী পড়ুয়াও তার জবাব দিতে পারেনি। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি আশ্বাস দেন, মূল্যায়নের সময় সব দিক বিবেচনা করা হবে। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সিবিএসই। তথ্যসূত্র – এবিপি নিউজ।