দিলশানের ব্যাটে শ্রীলঙ্কার জয়

dlখেলাধুলা ডেস্ক ।। টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়ে শ্রীলঙ্কা। বড় ধরনের বিপদের মুখে পড়েও অভিজ্ঞ তিলকারত্নে দিলশানের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লঙ্কানরা।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে তিলকারত্নে দিলশানের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন দিলশান। এই বর্ষীয়ান তারকা ৫৬ বলে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৩ রানের দারুণ হার না মানা এক ইনিংস উপহার দেন। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান। জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনেশ চান্দিমাল ও দিলশানের মধ্যকার ৩২ বলে ৪১ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। তবে দ্রুত দুই উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে লঙ্কানদের। বিনা উইকেটে ৪১ থেকে ২ উইকেটে ৫৮ রানে পরিণত হয় শ্রীলঙ্কার ইনিংস। তৃতীয় উইকেটে থিাসারা পেরেরাকে নিয়ে দারুণ এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান দিলশান। দলীয় ৮৫ রানের মাথায় থিসারা পেরেরা যখন রানআউট হয়ে সাজঘরে ফেরেন তখনো জয়ের জন্য শেষ ৪৭ বলে ৬৯ রান দরকার ছিল লঙ্কানদের। চতুর্থ উইকেটে চামারা কাপুগেদারাকে নিয়ে ১৮ বলে ২৮ রানের জুটি গড়ে সমীকরণ কিছুটা সহজ করে তোলেন দিলশান। ১৬তম ওভারের প্রথম বলে দলীয় ১১৩ রানের মাথায় কাপুগেদারা যখন রানআউট হয়ে সাজঘরে ফেরেন তখনো জয়ের জন্য ২৯ বলে ৪১ রান দরকার ছিল শ্রীলঙ্কার। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক ম্যাথুজকে নিয়ে ২২ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দিলশান ও ম্যাথুজ। এর আগে আসগর স্টানিকজাই ও সামিউল্লাহ সেনওয়ারির দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। দলীয় ৫১ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে আসগর ও সেনওয়ারির মধ্যকার ৬২ রানের জুটিতে লড়াই করার পুঁজি পায় আফগানরা। আফগানিস্তানের হয়ে আসগর ৪৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন। সেনওয়ারি ১৪ বলে ৩১ ও নাজিবুল্লাহ জাদরান করেন ৩ বলে ১২ রান। শ্রীলঙ্কার হয়ে থিসারা পেরেরা তিনটি এবং রঙ্গনা হেরাথ নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নুয়ান কুলাসেকারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। একই দিন রাত আটটায় ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শ্রীলঙ্কা একাদশ: তিলকারত্নে দিলশান, দিনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, চামারা কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), মিলিন্দা সিরিবর্ধনে, সেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, নুয়ান কুলসেকারা, দুশমান্থ চামিরা ও রঙ্গনা হেরাথ।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শেহজাদ, নুর আলি জাদরান, আসগর স্টানিকজাই, করিম সাদিক, গুলবদিন নায়েব, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ, রশিদ খান, দৌলত জাদরান ও হামিদ হাসান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*