নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ।। ত্রিপুরা বিধানসভার প্রথম দিনের বাজেট অধিবেশনে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ বলরাম জাখর, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য গোপীনাথ ত্রিপুরা ও লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পূর্ণ অ্যাজিটক সাংমার মৃত্যুতে স্মৃতিচারণ করা হয়। বিধানসভার সদস্য ও সদস্যাগণ দুই মিনিট নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। বাজেটে নতুন কোন করের প্রস্তাব করা হয়নি। বিধানসভায় বাজেটে অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তপন চক্রবর্তী ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ১৫২৪৬.৫২ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন। এতে ঘাটতি দেখানো হয়েছে ১৮৮.৫৪ কোটি টাকা। ২০১৫-১৬ সালের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় এবারের ব্যয় বরাদ্দের বৃদ্ধির হার ১৭.৩৪ শতাংশ।