খেলাধুলা ডেস্ক ।। শনিবার বৃষ্টি বিভ্রাট কাটিয়ে রাত ৮.৩০ টায় ইডেনে বহু প্রতিক্ষীত ভারত-পাক মেগা-ম্যাচ৷ টসে জিতে ফিল্ডিং নেন ধোনি৷ ২০ ওভারের জায়গায় ১৮ ওভারে খেলা হয়েছে ম্যাচ৷ পাকিস্তানের ইনিংস শেষ ৫ উইকেটে ১১৮ রানে। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১১৯। প্রথমেই ব্যাট করতে নেমেছেন রোহিত শর্মা ও শিখর ধবন। ৩৪ বলে অর্ধশতরান ৩৪ বলে অর্ধশতরান বিরাটের। ছ’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। বিরাট, ছ’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। ১৫.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। টি-২০ বিশ্বকাপে ৬ উইকেটে পাকিস্তানকে হারাল ভারত।