নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ।। ‘RSS বনাম ভারত’ সিরিজের ৬টি পুস্তকের আবরণ উন্মোচন করা হয়। শনিবার CPI(M) সদর দপ্তরে দুপুরে এই পুস্তক গুলির আবরণ উন্মোচন করেন CPI(M) রাজ্য সম্পাদক বিজন ধর। ‘RSS বনাম ভারত’ পুস্তকের আবরণ উন্মোচন অনুষ্ঠানে RSS সহ কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচলনা করেন বক্তারা বিভিন্ন ইস্যুতে।