নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ।। ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতির (TCTA) ২৩তম বার্ষিক রাজ্য সন্মেলন শুরু হয়েছে। শনিবার নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে TCTA-র ২৩তম বার্ষিক রাজ্য সন্মেলন শুরু হয়, চলবে ২০শে মার্চ পর্যন্ত। নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা কলেজ শিক্ষক সমিতির ২৩তম সন্মেলনে রান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।