৩২নং পুর ওয়ার্ডের নবনির্মিত কমিউনিটি হলের উদ্বোধন

32no 32no.jpg1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ।। আগরতলা পুর নিগমের ৩২নং ওয়ার্ডের নবনির্মিত কমিউনিটি হলের উদ্বোধন হয়। একই সাথে ৩২নং ওয়ার্ডে ট্যাক্স কাউন্টারেরও উদ্বোধন করা হয়। শনিবার, মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ৩২নং ওয়ার্ডের নবনির্মিত কমিউনিটি হলের শুভ উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র-ইন-কাউন্সিল ফুলন ভট্টাচার্য্য, বিশ্বনাথ সাহা সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*