নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ।। শনিবার বিকেলে ঊনকোটি জেলা সফরে গেলেন রাজ্যপাল তথাগত রায়। সেখানে জেলা আরক্ষা প্রশাসনের পক্ষ্ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার প্রদান করা হয়। সফরকালে রাজ্যপাল কৈলাশহর সার্কিট হাউসে জেলা, মহকুমা, ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ NGO প্রতিনিধিদের সাথে এক সভায় মিলিত হন। আলোচনা সভায় রাজ্যপাল ঊনকোটির পর্যটন সম্পর্কে ব্যপক প্রচারের জন্য গুরুত্ব আরোপ করেন। এই সভায় ঊনকোটি জেলার জেলা শাসক এম কে নাথ সহ প্রলিশ সুপার, মহকুমা শাসকগণ এবং বি ডি ও উপস্থিত ছিলেন।