নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ।। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডাক্তারদের সন্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার ইন্ডিয়ান ম্যাডিকেল এসোসিয়েশান (IMA) রাজ্য শাখার ৪৬তম বার্ষিক সন্মেলনের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন মূখ্যমন্ত্রী ভাষন দিতে গিয়ে বলেছেন, সামর্থের সীমাবদ্ধতার মধ্যে থেকে কেন্দ্রীয় বাজেটের বিপরীত নীতিতে চলছে রাজ্য। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ হ্রাস করছে আর ত্রিপুরা রাজ্য সরকার বরাদ্দ বাড়াচ্ছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে IMA রাজ্য শাখার ৪৬তম বার্ষিক সন্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা, পরিবার কল্যাণ অধিকর্তা, ডাঃ কে এল ভৌমিক, এসোর রাজ্য সম্পাদক ডাঃ আশিস কর ও ডাঃ পার্থ সাহা, এসোর রাজ্য সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক সহ অন্যান্য ডাক্তাররা।