দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৪ অক্টোবর ।। মায়ের আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। আপনছন্দে বয়ে চলা সময় মনে হচ্ছে বড্ড বেশী তাড়াতাড়ি চলে গেছে। আনন্দের ছবিতে বিদায়ের বার্তা এনে দেয় দশমী। মায়ের আগমনে আনন্দের ছবিতে মা চলে যাচ্ছেন ভাবতেই হৃদয়ের উচ্ছলতা অন্যরুপ দিচ্ছে। রাতে আলোর বন্যায় ভেসে যাওয়া রাজপথে প্রায় প্রতি রাত্রিই দর্শনার্থীদের দেখা গেছে শহরের বিগ বাজেটের পূজো প্যান্ডেলে। চিন্ময়ী মায়ের আবার আগমন হবে একবছর বাদে – আবার নব আনন্দে জেগে উঠবে মানুষ।