শুভ্র দে, চূড়াইবাড়ি, ২০ মার্চ ।। আসামের চূড়াইবাড়ি থেকে লোয়ারপোয়া পর্যন্ত মোট ৯কিমিঃ আসাম-আগরতলা জাতীয় সড়ক পরিদর্শন করেন রাজ্যপাল তথাগত রায়। শনিবারই তিনি সড়কযোগে ধর্মনগর পৌঁছান। রবিবার তিনি বাণিজ্য নগরী ধর্মনগর থেকে সোজা দ্বিতীয় জাতীয় সড়ক তথা কাঠালতলি-কুকিতল এরপর লোয়ারপোয়া হয়ে ত্রিপুরার লাইফ লাইন তথা আসামের জাতীয় সড়ক দিয়ে পুনরায় রাজ্যে ফিরে আসেন। জাতীয় সড়ক পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, দ্বিতীয় জাতীয় সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল, বর্তমানে ঐ সড়ক দিয়ে লড়ি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া প্রধান জাতীয় সড়কটিরও প্রায় একই অবস্থা। তিনি বলেন, বর্তমানে যে নির্মাণ সংস্থা কাজ করছে যদি কাজের গতি সমান ভাবে চলে তবে চলতি বর্ষা মরশুমে লড়ি চলাচল ব্যহত হবে না। রাজ্যপালের সঙ্গে পরিদর্শনে আসেন রাজ্যের মূখ্য ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা।