নিজস্ব প্রনিতিধি, আগরতলা, ২১ মার্চ ।। নবনির্মিত উমাকান্ত সুইমিং পুল এবং গ্র্যান্ডস্ট্যান্ডের উদ্বোধন হল রবিবার। এদিন বিকেলে উমাকান্ত একাডেমী প্রঙ্গনে ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী এই সুইমিং পুল এবং গ্র্যান্ডস্ট্যান্ডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের ভাইস চেয়ারম্যান পরীক্ষিৎ মুড়া সিং, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, ক্রীড়া সচিব সমরজিৎ ভৌমিক, ক্রীড়া অধিকর্তা দুলাল দাস, ক্রীড়া পর্ষদের সচিব দিলীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। উমাকান্ত সুইমিং পুলে নতুন ও পুরাতন মিলিয়ে ২৮০ জন সাতারু ভর্তি নেয়া হয়েছে। সুইমিং পুলের উদ্বোধন উপলক্ষে এদিন শালবাগান BSF-র তরফে ওয়াটার পোলো এক প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়।