নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ।। রাজনীতির সব শেষ মর্মার্থ হচ্ছে মানুষের সেবা। সংগ্রাম, লড়াই হচ্ছে রাজনীতির দৈনন্দিন কর্মসূচী, কিন্তু বাস্তব আর সামাজিক প্রেক্ষাপট রাজনীতিতে অনেক সময় দায়বদ্ধতার প্রশ্নে মানব হিতৈষী কর্মকাণ্ডের যুক্ত হতে বাধ্য করে। সেই দায়বদ্ধতা পূরনে সোমবার সদর মহকুমা DYFI মেলারমাঠস্থি ছাত্র যুব ভবনে মেগা রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদানে ভূ-ভারতে ত্রিপুরা যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ধারায় সদর মহকুমা DYFI-র জনকল্যানে রক্তদান শিবিরে ২৫ জন যুবতী স্বেচ্ছায় রক্তদান করেছেন। মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন DYFI-র রাজ্য সভাপতি পংকজ ঘোষ সহ অন্যান্যরা।