নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ।। সংবাদ মহলের তৎপরতা সব সময়ই একটু বেশী থাকে মূখ্যমন্ত্রীর পবিত্র কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে। রাজ্যসভার ভোটেও সেই একই তৎপরতা দেখা গেছে সাংবাদিকদের মধ্যে কারন রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যসভার ভোটে নির্দিষ্ট স্থানে ভোট দান বিধানসভার লবিতে। এই ছবি ধারন করতে একটু বেশীই তৎপরতা থাকে সংবাদ মাধ্যমের। মূখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দল নেতা সুদীপ রায় বর্মণ সহ ৫৯ জন বিধায়ক এদিন ভোট দান করেছেন। ৬০ জন বিধায়কের মধ্যে বিধায়ক ভানুলাল সাহা চিকিৎসার জন্য রাজ্যের বাইরে থাকায় ভোট দিতে পারে নি। ভোট নেয়া শুরু হয় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।