নিজস্ব প্রনিতিধি, আগরতলা, ২১ মার্চ ।। ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। সারা বিশ্বের সাথে রাজ্যেও এদিন বিশ্ব যক্ষ্মা দিবস পালন করতে হবে। এরই অঙ্গ হিসেবে সোমবার আগরতলা প্রেস ক্লাবে বিশ্ব যক্ষ্মা দিবস ২০১৬ এর উপর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এক কর্মশালা আয়োজিত হয়। জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত প্রেস ক্লাবে এই কর্মশালার উদ্বোধন করেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাভেল হেমেন্দ্র কুমার। যক্ষ্মা রোগ প্রতিরোধে কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের স্বাস্থ্য সচিব সুজিত কুমার চাকমা, স্বাস্থ্য দপ্তরের পি আর ও পারিজাত দত্ত, আই ই সি সৈকত দে, ডাঃ স্মৃতি শংকর নাথ। যক্ষ্মা রোগ প্রতিরোধ এবং এই রোগ নির্মূল করতে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন। এবারের বিশ্ব যক্ষ্মা দিবসের ভাবনা হল “সবাই এগিয়ে আসুন যক্ষ্মা রোগ নির্মূল করি”।