নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ।। ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনের জন্য সোমবার ত্রিপুরা বিধানসভার লবিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট নেয়া শুরু হয় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনের জন্য দু’জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এরা হলেন CPI(M) প্রার্থী ঝর্ণা দাস বৈদ্য এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় নাথ। ভোট গ্রহনের পর বিকেলেই ভোট গণনা করা হয়। এতে রাজ্যসভার একমাত্র আসনের জয় লাভ করেন CPI(M) প্রার্থী ঝর্ণা দাস বৈদ্য। বিধানসভার সচিব তথা রিটার্নিং অফিসার বামদেব মজুমদার CPI(M) প্রার্থী ঝর্ণা দাস বৈদ্যকে বিজয়ী বলে ঘোষণা করে তাঁর হাতে সার্টিফিকেট তুলে দেন। ৬০ জন বিধায়কের মধ্যে বিধায়ক ভানুলাল সাহা চিকিৎসার জন্য রাজ্যের বাইরে থাকায় ভোট দিয়েছেন ৫৯ জন বিধায়ক। এর মধ্যে CPI(M) প্রার্থী ঝর্ণা দাস বৈদ্য পেয়েছেন ৪৯ জন বিধায়কের ভোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় নাথ পেয়েছেন ১০ জন বিধায়কের ভোট।