খেলাধুলা ডেস্ক ।। পাকিস্তানকে ২২ রানে হারিয়ে প্রথম দল হিসবে চলতি টি-২০ বিশ্বকাপের শেষ চারে প্রবেশ করল নিউজিল্যান্ড। মঙ্গলবার গ্রুপ-২ এর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান তোলে কিউয়িরা। জবাবে, ১৫৮ রানেই আটকে যায় আফ্রিদি-বাহিনী। নিউজিল্যান্ডের জয়ে এদিন বড় ভূমিকা নেন ওপেনার মার্টিন গাপটিল (৪৮ বলে ৮০)।