নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ।। সাম্প্রতীক অতীতে ত্রিপুরায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে জীবনহানির বেশ কিছু ঘটনা হয়েছে। বিশেষ করে পাহাড়ী অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু হয়েছে। ম্যালেরিয়া প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেছে – মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে দপ্তর। মঙ্গলবার, জাপানী এনকেফেলাইটিস প্রতিরোধে সরকারী কর্মসূচীর অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের বেশ কিছু ওয়ার্ডে মশারি বিতরণ করা হয়েছে। মূলত ম্যালেরিয়া প্রতিরোধেই আগরতলা পুর নিগমের ৩১নং ওয়ার্ডে এদিন মশারি বিতরণ করা হয়।