দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ মার্চ ।। ভারতের স্বাধীনতা অর্জনে ভিন্ন ধর্মী মতাদর্শের অনুসারী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু গোটা দেশের তরুণ আর যুব সম্প্রদায়ের কাছে আহ্বান রেখেছিলেন পরাধীনতার শৃঙ্খল মোচন করে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে গর্জে উঠতে। ভারতবর্ষের তিন কৃতি সন্তান স্বাধীনতার সঙ্গে সাম্যবাদের দেশ গঠনে বিশেষ করে জাতের দোহাই দিয়ে মানুষে মানুষে দূরত্ব এবং শ্রমিক শোষনের বিরুদ্ধে তীব্র আন্দোলনে ইংরেজ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন । শোষকের প্রশ্নে সাম্রাজ্যবাদী আর দেশীয় যাই হোক ভগৎ সিং সমান প্রতিবাদী ছিলেন। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মতো বীর সন্তানেরা চেয়েছিলেন শোষকের অত্যাচার বিহীন, শ্রেনীহীন, সব মানুষের সমান অধিকারের ভারতবর্ষ গড়তে। ১৯৩১ সালের ২৩শে মার্চ সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু কে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে। ২৩শে মার্চ গোটা দেশের সঙ্গে রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হবে বীর শহিদ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর আত্ম বলিদান দিবস। ভারতবর্ষের এই তিন কৃতি সন্তনদের আত্ম বলিদান দিবসে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র বিনম্র শ্রদ্ধাঞ্জলী রইল।