দুলাল চক্রবর্তী, কমলপুর, ১০ জুলাই/(NUT) : কমলপুর মহকুমার বিলাশছড়া পঞ্চায়েত’র ১নং ওয়ার্ডের বাসিন্দা গৌতম তাঁতী পেশায় দিনমজুর। বিপিএল কার্ড থাকা সত্ত্বেও রাজনৈ্তিক প্রতিহিংশার শিকার হয়ে ইন্দিরা আবাস যোজনায় আজও জোটেনি একটি ঘর। স্ত্রী, পুত্র, কন্যা সহ পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। একটি ঘর ৬ জন মানুষ। এযেন খোঁয়ার? পটের ক্ষিদে মিটিয়ে নূতন ঘর তোলার ক্ষমতা হয়না। ছনের ছাউনি দেওয়া যে ঘরটি তাদের মাথা গোঁজার ঠাই, সেই ঘরে রোঁদ ও বৃষ্টি যখন যার সময় থাকে অনায়াসে খেলা করে। ভারত সরকার দরিদ্রদের কল্যাণে বহু প্রকল্প বাস্তবায়ন করলেও রাজনৈ্তিক প্রতিহিংশার দেয়াল টপকে দরিদ্রদের জন্য কোন সুযোগ বিলাশছড়ার কাঁঠালবাড়িতে পৌছেনা। তারপরেও নাকি রাজ্যে স্বর্ণযুগ চলছে? গৌতম তাঁতীদের মত দরিদ্রকে বঞ্চিত করে স্বর্ণযুগের শ্লোগান যে উলঙ্গ রাজার শাসনে সম্ভব তা বলাই বাহুল্য।
কমলপুর থেকে দুলাল চক্রবর্তীর তোলা ছবি।