শেষ ওভারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ১ রানে বাংলাদেশকে হারাল ভারত

indখেলাধুলা ডেস্ক ।। শেষ বলে জেতার জন্য ২ রান দরকার ছিল। কিন্তু ব্যাটে বল লাগাতে না পেরে রান নিতে দৌড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু ধোনি দৌড়ে এসে উইকেট ভেঙে রান আউট করলেন মুস্তাফিজুরকে। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে। ১ রানে জিতে গেল ভারত। শেষ ওভারে ৩ উইকেট খোয়াল বাংলাদেশ।
চিন্নাস্বামীর ক্লাইম্যাক্স৷ ব্যাঙ্গালোরের টানটান থ্রিলারে বাংলাদেশকে ১ রানে হারাল ধোনির ভারত৷ এদিন টসে জিতে ফিল্ডিং নেন মোর্তাজা৷ রোহিত-শিখর প্রথমে চালিয়ে খেললেও বেশিক্ষণ উইকেটে টেকেননি৷ ২৩ রানে ফেরেন শিখর৷ ২৪ রানে ফেরেন কোহলিও৷ স্লো পিচে এদিন রানে ফেরেন রায়না৷ তাঁর ব্যাট থেকে আসে ৩০৷ রানরেট বাড়ানোর উদ্দেশে নামলেও সৌম্য সরকারের অসম্ভব ক্যাচে ফিরতে হয় হার্দিক পান্ডিয়াকে৷ শেষ পর্যন্ত ধোনি ও জাডেজার সৌজন্যে ১৪৬-এ পৌঁছয় টিম ইন্ডিয়ার স্কোর৷ জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং তামিম ইকবালের৷ ৩৫ রানে তিনি ফেরার পর হাল ধরেন সাব্বির ও শাকিব৷ ফের অনবদ্য অশ্বিন৷ তাঁর শিকার মিঠুন ও শাকিব৷ ২ টি উইকেট জাডেজারও৷ ২১ রানে ফেরেন সৌম্য৷ ১৮ রানে ফিরলেন মহমদুল্লা৷শেষ ওভারে দুটি বাউন্ডারি দিলেও দুটি উইকেটও নেন হার্দিক। আর শেষ বলে রান আউট মুস্তাফিজুর। ম্যান অফ দ্য ম্যাচ অশ্বিন। মোক্ষম সময়ে মারমুখী সাকিবকে ফেরত পাঠান তিনি। তার আগে মিঠুনকে আউট করেন। ৪ ওভারে ২২ রান দেন অশ্বিন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*