দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ মার্চ ।। ত্রিপুরায় দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুবাদে রাজ্যের নানা প্রান্তে গড়ে উঠেছে CPI(M)–র দলীয় কার্যালয়। সেই সূত্রে বুধবার মেলারমাঠ অঞ্চলে বামপন্থী ছাত্রযুব সংগঠনের স্থায়ী ঠিকানার শিলান্যাস হয়েছে। প্রতিদ্বন্দিবিহীন একচ্ছত্র আধিপত্যে বামফ্রন্ট শাসন ক্ষমতায় – স্বভাবতই সংগঠনের ক্ষেত্রে বাম ছাত্র যুব সংগঠন ভিত মজবুত করতে ভূমিকা রাখছে। এবার বাম ছাত্র যুব সংগঠনের স্থায়ী ঠিকানার শিলান্যাসের মধ্য দিয়ে যুব সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সিঞ্চার হবে বলে ধারনা করা হচ্ছে দলীয় স্তরে। মেলারমাঠে ছাত্র যুব সংগঠনের নতুন ভবনের শিলান্যাস করেছেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। ছাত্রযুব ভবনের নতুন বাড়ীর শিলান্যাসে উপস্থিত ছিলেন প্রাক্তন থেকে বর্তমানের ছাত্র যুব নেতারা।