
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ মার্চ ।। ভারত-বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ত্রিপুরায় পালাটানা বিদ্যুৎ প্রকল্প তৈরিতে বাংলাদেশের সহযোগীতার বিনিময়ে বাংলাদেশকে বিদ্যুৎ প্রদানের বিষয় পূর্বেই নির্ধারিত ছিল। কবে নাগাদ পালাটানার বিদ্যুৎ সীমান্ত অতিক্রম করে তার হিসেবের পরিসমাপ্তি হয়েছে – বিদ্যুৎ ভারতের সীমানা অতিক্রমের সঙ্গে বাংলাদেশের তরফে ব্যান্ডউইথের প্রবেশ করেছে এদেশের মাটিতে। ২০১৬ সালের ২৩শে মার্চ ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হওয়ার মুহূর্তে দু’দেশের প্রধানমন্ত্রী এই মাহেন্দ্রক্ষনে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে বোতাম টিপে ব্যান্ডউইথ পরিষেবা চালু করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিল্লী থেকে বোতাম টিপে পালাটানা থেকে ১০০ মেগা ওয়াট বিদ্যুৎ সরবরাহের শুভ সূচনা করেছেন। আগরতলায় মহাকরণে অফিসে বসে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মূখ্যমন্ত্রী মানিক সরকার।