মারা গেলেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ

kngখেলাধুলা ডেস্ক ।। বার্সেলোনার এক সময়ের ফুটবলার ও কোচ ইয়োহান ক্রুইফ পৃথিবীর মায়া ছেড়েছেন। বৃহস্পতিবার ক্রুইফের অফিশিয়াল ওয়েবসাইটে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
৬৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত নেদারল্যান্ডসের এই সাবেক তারকা বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনাতে মারা যান। ক্রুইফের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই শেষে ২৪ মার্চ বার্সেলোনায় মারা যান ইয়োহান ক্রুইফ।’ গত বছরের অক্টোবর থেকে ক্রুইফ ক্যান্সারে ভুগছিলেন। ক্রুইফকে ধরা হত ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তার হাত ধরেই ১৯৭৪ সালের বিশ্বকাপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেদারল্যান্ডস। এছাড়া নিজ দেশের ক্লাব আয়াক্সকে তিনি টানা তিনটি ইউরোপিয়ান কাপ জিতিয়েছেন। এরপর আয়াক্স থেকে তিনি খেলতে চলে আসেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে। ক্রুইফ ছিলেন তার সময়ের সেরা খেলোয়াড়। যিনি তিন-তিনবার জিতেছেন ব্যালন ডি’ওর। কোচ হিসবেও দারুণ সফল ছিলেন ক্রুইফ। কাতালান ক্লাব বার্সেলোনার দায়িত্ব নিয়েই ১৯৮৯ সালে তিনি ক্লাবটিকে জেতান ইউরোপিয়ান উইনার্স কাপ। আর ১৯৯২ সালে কাতালান ক্লাবটিকে জেতান ইউরোপিয়ান কাপ। এছাড়া ১৯৯০-৯১ মৌসুম থেকে ১৯৯৩-৯৪ মৌসুম পর্যন্ত বার্সাকে টানা ৪টি লা লিগার শিরোপা জিতিয়েছেন টোটাল ফুটবলের এই জনক। ২০১৩ সালে কোচিং জীবন থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত ক্রুইফ কাজ করেছেন কাতালান জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*