পুরনো পতাকাতেই আস্থা নিউজিল্যান্ডের জনগণের

flgআন্তর্জাতিক ডেস্ক ।। নিউজিল্যান্ডের পতাকা পরিবর্তন নিয়ে চূড়ান্ত গণভোটের প্রাথমিক ফলাফলে আগের পতাকা রাখার পক্ষেই রায় দিয়েছেন দেশটির বেশিরভাগ জনগণ। গণভোটে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান পতাকায় থাকা ইউনিয়ন জ্যাকের স্থানে সিলভার ফার্ন (পালকের মতো সবুজ পাতা) আনা হবে কি না। বিবিসির খবরে বলা হয়েছে, ৫৬ দশমিক ৬১ শতাংশ জনগণ পতাকা পরিবর্তন না করার পক্ষে ভোট দিয়েছেন। চলতি মাসের তিন তারিখ থেকে শুরু হওয়া ওই গণভোট শেষ হয় ২৪ মার্চ। যদিও প্রাথমিক গণভোটে পতাকা পরিবর্তনের পক্ষেই মত দিয়েছিলেন দেশটির বেশিরভাগ জনগণ। আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে গণভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। গণভোটের ফল মেনে নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি নিজ দেশের পতাকার মানরক্ষার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নিউজিল্যান্ডের বর্তমান পতাকার এককোণে যুক্তরাজ্যের পতাকাতে থাকা ইউনিয়ন জ্যাকের নকশা রয়েছে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষ্যবাহী এই পতাকা নিয়ে আপত্তি তোলেন জন কি। এর বিরুদ্ধে বিশাল ক্যাম্পেইনও শুরু করেন তিনি। যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের পতাকাতেও ইউনিয়ন জ্যাক রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*