নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ।। আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য সন্মেলন শুরু হচ্ছে ২৬ মার্চ। এদিন সকাল ১১টায় কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জীতেন্দ্র সিং জার্নালিস্টস ইউ’র সন্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সন্মেলন উদ্বোধনের পর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেডারেশন অব জার্নালিস্টস সংস্থার পূর্ব-উত্তরের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হবেন। প্রেসক্লাবে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেডারেশনের বৈঠকে যোগ দিতে আসাম, সিকিম, অরুণাচল, মেঘালয়, মণিপুর এবং মিজোরাম থেকে প্রতিনিধিরা এদিন রাজ্যে আসছেন। বৈঠকে ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হবে বলে জানা যায়।