দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৫ মার্চ ।। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আগরতলার চিরায়ত শান্ত, স্নিগ্ধ রুপ অনেকটাই পাল্টে গেছে। আধুনিকতার সৌজন্যে শহরের বেশ কিছু রাস্তায় বিশাল বিশাল গাছ বহু আগেই হাওয়া হয়ে গেছে, প্রতিদিনই সবুজের বুকে পাথর চাপা দিয়ে মাথা তুলছে হাল ফ্যাশানের অট্টালিকা। সময়ের প্রয়োজনে শহরের রাস্তা চওড়া হয়েছে, জনসংখ্যা বৃদ্ধিতে যানবাহনের সংখ্যাও বেড়ে চলেছে। নাভিশ্বাসের পর্যায়ে না পৌঁছুলেও আগরতলা আগামী কয়েক বছরে মানুষ, যানবাহন আর ইট কংক্রিটের বেড়াজালে আবদ্ধ হতে যাচ্ছে বলাই বাহুল্য। স্বভাবতই গ্রাফ ঊর্ধ্বমুখী হবে দূষনের। ইতিমধ্যেই শহরের পথ চলতি মানুষেরা দূষনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে উরু করেছেন। প্রাথমিক ভাবে শরীরে দূষনের উপাদান প্রবেশে নাকের উপরে কাপড়ের ব্যারিকেড অর্থাৎ মাস্কওয়ালা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে দূষণ বিকোচ্ছে মাস্ক – সবটাই দূষনের প্রাবল্যের পরিনতি।