নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ।। ব্রাজিলের মাটিতে অলিম্পিকে অংশ নেয়ার শেষ যুদ্ধে সসন্মানে উত্তীর্ণ হয়ে কীর্তির নতুন ইতিহাস গড়েছেন রাজ্যের স্বর্ণকন্যা দীপা কর্মকার। শুক্রবার সকালের বিমানে দিল্লী থেকে নিজের শহর আগরতলায় পা রাখলেন দীপা কর্মকার এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দী। সকালে বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ, ত্রিপুরা অলেম্পিক এসোসিয়েশন এবং ত্রিপুরা জিমনাস্টিক এসোর কর্মকর্তারা।
এদিকে রাজ্যপাল তথাগত রায় এক শুভেচ্ছা বার্তায় রাজ্যের স্বর্ণকন্যা দীপা কর্মকার, তার কোচ বিশ্বেশ্বর নন্দী, দীপার বাবা দুলাল কর্মকার এবং মাতা গৌরি কর্মকারকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। রাজ্যপাল তথাগত রায় এক টুইট বার্তায় দীপাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো জানান, দীপার রাজ্যের রাজ্যপাল হয়ে তিনি গর্বিত।