পৃথিবী দিবস উপলক্ষে আলোচনা সভা রাণীরবাজারে

erthরাজীব সাহা, আগরতলা, ২৪ এপ্রিল ।। ২২শে এপ্রিল পৃথিবী দিবসের অঙ্গ হিসেবে শনিবার রাণীরবাজার গীতাঙ্গলি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে রাণীরবাজার পুর পরিষদের সহায়তায় ‘পৃথিবীর জন্য গাছ’ শীর্ষক আলোচনা চক্রে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান অমিতাভ দেবরায়, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা প্রণয় সাহা, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন মীরা ভট্টাচার্য, জিরানীয়া মহকুমা শাসক সুমিত লোধ সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*