রাজীব সাহা, আগরতলা, ২৪ এপ্রিল ।। জিরানীয়ার রাজীব গান্ধী উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধে বসে। রাজীব গান্ধী উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষক হুলু পালের বদলি আটকাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শনিবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ স্কুলে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভের পর বণিক্য চৌমুহনী রাজ চন্তাই সড়ক অবরোধ করে বসে। প্রায় দুই ঘন্টা পথ অবরোধের পর ছুটে আসে বোধজংনগর থানার পুলিশ। ছাত্রছাত্রীদের দাবী শারীর শিক্ষকে বদলি করা যাবে না। অবশেষে প্রশাসনের তরফে প্রতিশ্রুতি পেয়ে সড়ক অবরোধ তুলে নেয় রাজীব গান্ধী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।