নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ।। দিনে রাতের প্রহর অতিক্রম করে আগরতলা শহরটাও রোজ একটু একটু করে অন্যরুপে সেজে উঠেছে। পুর নিগমের আইন থাকলেও দালানের গা ঘেঁষে দালান তৈরী হচ্ছে – পরিস্থিতি এমন পর্যায়ে ইচ্ছে করলে ছাদে দাঁড়িয়ে দুই গৃহস্থ অনায়াসেই করমর্দন করতে পারেন। সবটাই আধুনিকতার পথে পা বাড়ানো। কিন্তু আধুনিক হতে গেলে যে সব উপাদান প্রয়োজন তার অনেক কিছুই নেই এই শহরটার, তার মধ্যেই এ মুহূর্তে সূদুর গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে আগরতলার উড়ালপুলের গল্প। যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হলেও এখনো এই রাজ্যের মানুষের জন্য আসাম আগরতলা রাস্তার পরিচিতি LIFE LINE হিসেবে। সেই রাজ্যে এখন উড়ালপুল হতে যাচ্ছে।
এই উড়ালপুল নির্মাণ কাজের জন্য শহর দক্ষিনাঞ্চলের নাগেরজলা থেকে বড়দোয়ালি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য সরকারী জায়গা থেকে দোকান ও বাড়িঘর ভাঙ্গা নিয়ে রবিবার ভোর থেকেই ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় লোকজনদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও বিক্ষোভ দেখা দেয়। রবিবার ভোর প্রায় ৫টা থেকেই ড্রজার, কোদাল, বেলচা নিয়ে আগরতলা পুর নিগম ও প্রশাসন নাগেরজলা থেকে বড়দোয়ালি পর্যন্ত রাস্তার দু’পাশের সরকারী জায়গার উপর থাকা দোকান ও বাড়িঘর ভাঙ্গা শুরু করে। নাগেরজলা থেকে বড়দোয়ালি পর্যন্ত সড়কের দু’পাশের সমস্ত গলিপথের মুখে বাঁশ দিয়ে গেট করে দেয় পুর নিগম, যাতে উচ্ছেদ অভিযান চলাকালিন অবাধে কেউ সড়কে প্রবেশ করতে না পারে। বাঁশের গেটে পুলিশ এবং TSR মোতায়েন ছিল। উচ্ছেদ অভিযান চলাকালিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নাগেরজলা থেকে বড়দোয়ালি পর্যন্ত প্রচুর পুলিশ এবং TSR মোতায়েন করা ছিল। জানাযায়, শনিবার সন্ধ্যায় মাইকিং করে প্রচার করা হয়েছিল সরকারী জায়গা থেকে অতিসত্বর দোকান ও বাড়িঘর গুটিয়ে নেয়ার জন্য।