জাতীয় ডেস্ক ।। মধ্যপ্রদেশের গ্বায়ালির স্টেশনে ট্রেন ধরার জন্যে দাঁড়িয়েছিলেন এক মহিলা। তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু পা পিছলে তিনি পড়ে যান প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে যে ফাঁক থাকে তারমধ্যে। তবে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির তৎপরতায় কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছেন সেই মহিলা। তিনি সময়মতো সেই মহিলার হাত টেনে না ধরলে হয়তো মারাত্মক দুর্ঘটনাটা ঘটেই যেত। ওই ব্যক্তি মহিলার হাত টেনে ধরায় তিনি ফাঁকে পা পিছলে পড়ে গেলেও, একদম নীচে অবধি পড়ে যাননি।