গোপাল সিং, খোয়াই, ২৫ এপ্রিল ।। স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু স্বাস্থ্য সম্পর্কে দেশের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের সকলের জন্য স্বাস্থ্যের সুনিশ্চয়তা দিতে পারেনি। শিক্ষার মতই স্বাস্থ্যকেও বেসরকারীকরনের চেষ্টা চলছে। ত্রিপুরার বাইরে এটা প্রবলভাবে বেড়ে গিয়েছে। কিন্তু ত্রিপুরায় এর প্রভাব পড়েছে কিন্তু তারপরও রাজ্যের ৯৫ শতাংশ মানুষ সরকারী স্বাস্থ্য পরিষেবা গ্রহন করেন। এখনও এই ব্যবস্থাটা ধরে রাখা সম্ভব হয়েছে। সোমবার খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক-এর শুভ উদ্বোধন করে খোয়াই জেলা হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষনে এই অভিমত ব্যক্ত করলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার। রাজ্যের নবম ব্লাড ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জে-কে-দেববর্মা, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, পুর চেয়ারপার্সন ও ভাইস-চেয়ারপার্সন যথাক্রমে শুক্লা দেনগুপ্তা ও কানন দত্ত, খোয়াই জিলা সভাধিপতি ও সহ-সভাধিপতি যথাক্রমে সাইনী সরকার ও বিদ্যুৎ ভট্টাচার্য্য, জেলা হাসপাতালের কর্মী, আশাকর্মী এবং সেবক-সেবিকারা সহ খোয়াইয়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক উদ্বোধনের দিনই স্বেচ্ছা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। রক্তদান শিবিরে বেশ উচ্ছাসের সাথেই যুবরা রক্তদান করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নব নির্মিত ব্লাড ব্যাঙ্ক-এর কক্ষটি পরিদর্শন করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার সহ উপস্থিত অতিথিরা।