নাগেরজলা-বড়দোয়ালীর ক্ষতচিহ্ন সরানো হচ্ছে

rode.jpg2দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৫ এপ্রিল ।। উড়ালপুলের সৌজন্যে নাগেরজলা থেকে বড়দোয়ালীর যে স্থানগুলো দীর্ঘদিন উচ্ছেদের অপেক্ষায় ছিল, অবশেষে রবিবার প্রশাসনের যুদ্ধং দেহি রণসজ্জায় দখলকৃত সরকারী জমি দখল মুক্ত করা হয়েছে। দোকানপাট, বসতবাড়ীর অংশও ভাঙ্গা হয়েছে। যে এলাকায় উচ্ছেদ অভিযান আর ভাঙ্গন পর্ব সমাধা হয়েছে সেই দৃশ্য বিধ্বস্ত অঞ্চলের রুপ নিয়েছে। সোমবার আগরতলা পুর নিগম ও প্রশাসনের তরফে উচ্ছেদে পরবর্তী মালামাল সরানো হয় পাশাপাশি দোকানপাট, বাড়ীঘরের আসবাবপত্র, ইট, সুরকি সরানোর কাজে হাত লাগান সাধারন মানুষ। রীতিমতো বিধ্বস্ত চেহারার নাগেরজলা থেকে বড়দোয়ালীর দৃশ্য দেখতে অনেকেরই গন্তব্য নাগেরজলা-বড়দোয়ালী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*