রিও-র জন্য চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত দীপা কর্মকার, পাশে গুরু বিশ্বেশ্বর

dipa karmakar dipa karmakar.jpg1 dipa karmakar.jpg2 dipa karmakar.jpg3 dipa karmakar.jpg4দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৫ এপ্রিল ।। শুধু ত্রিপুরাই নয় গোটা দেশকে অনন্য উপহার এনে দিয়েছেন রাজ্যের gymnastics-র সোনার মেয়ে দীপা কর্মকার। ব্রাজিলের মাটিতে পাহাড়ী রাজ্যের দীপা কর্মকারের সৌজন্যে ভারতের খেলাধূলার ইতিহাসে মহিলা হিসেবে এই প্রথম অলিম্পিকে gymnastics -এ অংশ নিতে যাচ্ছে। রিও অলিম্পিকে নিজের সেরা performance করার কথা ইতিমধ্যেই জানিয়েছে দীপা – সেই লক্ষ্যকে সামনে রেখে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে জিমনাশিয়ামে পুরোদমে অনুশীলন করে নিজেকে আরো বেশী ধারালো করে তুলেছে। দোষ ত্রুটির প্রতি ঈগলের দৃষ্টিতে প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী। উল্লেখ্য NSRCC-র সংস্কার পর্ব শুরু হওয়ার পর থেকেই দীপা অনুশীলন করেছে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের জিমনাশিয়ামে। দীপার অনুশীলন দেখতে হাজির হচ্ছেন অনেকেই সঙ্গে ক্ষুদে gymnast-রা দীপাকে কাছে পেয়ে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তালিম নিচ্ছে। দীপা ‘নিউজ আপডেট অব ত্রিপুরা”র প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে জানিয়েছেন, নিজের জীবন উৎসর্গ করে হলেও দেশের সন্মান রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*