নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল ।। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিন্টির গুরুত্ব আর তাৎপর্যকে স্মরনে রেখে শ্রমিক সহ সকল অংশের শ্রমজীবী জনগণকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। মূখ্যমন্ত্রী শোষন, বঞ্চনা, অত্যাচারো নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামরত শ্রমিক শ্রেনী ও শ্রমজীবী জনগনের লড়াই – সংগ্রামের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন।