আন্তর্জাতিক ডেস্ক ।। উত্তর কোরিয়া মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার কয়েক সেকেন্ড পর তা বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, মুসুদান (মাঝারি) আকারের ওই ক্ষেপণাস্ত্রের আওতা ৩ হাজার কিলোমিটারের বেশি হতে পারে। শক্তিশালী ওই ক্ষেপণাস্ত্র এশিয়া প্যাসিফিকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তবে এটা ছোঁড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হয়। এ দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। উত্তর কোরিয়া জাপান সাগরে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে গেলে ব্যর্থ হয় বলে গত সপ্তাহে দাবি করে সিউল। তবে পিয়ংইয়ংয়ের দাবি, প্রথমবারের মতো সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। আর এর মাধ্যমে প্রমাণিত হলো- যুক্তরাষ্ট্র ও সিউলে আঘাত হানতে সক্ষম তারা। জাতিসংষের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।