নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল ।। শুক্রবার বিকেলে জিমন্যাস্ট দীপা কর্মকার মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারের সময় সম্প্রতি রিওতে অনুষ্ঠিত আসন্ন অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য আয়োজিত জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় দীপা যে স্বর্ণপদক পেয়েছে তা মূখ্যমন্ত্রীকে দেখান। মূখ্যমন্ত্রী দীপাকে আসন্ন রিও অলিম্পিকে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ লাভের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সাফল্য লাভের জন্যও প্রয়াস জারী রাখতে বলেন। সাক্ষাতকারকালে দীপার সাথে তার কোচ বিশ্বেশ্বর নন্দী ও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব দীপিল চক্রবর্তীও উপস্থিত ছিলনে।