দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ এপ্রিল ।। ক্ষুন্নির তাড়নায় গর্ভজাত সন্তান বিক্রির ঘটনা উন্মোচিত হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। জানা গেছে, ডুকলী কালিটিলা ঋষি পাড়া সংলগ্ন অঞ্চএ আকছার বিক্রি হচ্ছে সদ্যোজাত থেকে বিভিন্ন বয়সের শিশু। শনিবার, ডুকলী কালিটিলা ঋষি পাড়ায় জনৈকা সীমা আচার্য্য ৪ বছরের ছেলে রাজু আচার্য্যকে বিক্রির উদ্দেশ্যে গন্তব্যে রওনা হয়। পথে আরেক মহিলার সীমা দেবীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় মানুষকে অভিত করেন। সন্তান বিক্রির ঘটনা জানাজানি হতেই ডুকলী কালিটিলা ঋষি পাড়ায় মানুষের ভীড় বাড়তে থাকে। ঘটনার সংবাদ পেয়ে এ ডি নগর থানার পুলিশ কর্মীরা উপস্থিত হন। পরবর্তীতে ৪ বছরের রাজু আচার্য্যকে যে গর্ভধারিণী মা ক্ষুধার তাড়নায় বিক্রি করতে যাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়।