দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ এপ্রিল ।। সম্প্রতি মর্মান্তিক ভাবে আসামের লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে ত্রিপুরার ধর্মনগরের নরুয়া নিবাসী লরী চালক বিজয় দেবের। মৃত্যুর ঘটনায় ধর্মনগরের বিজয় দেবের পরিবার থেকে তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, ধর্মনগরের নরুয়া নিবাসী লরী চালক বিজয় দেবকে আসামের লঙ্গাই নদীতে ভাসতে দেখেন স্থানীয় মানুষ। আসামের বাজারী থানায় খবর দেয়া হয়। পুলিশ মৃতদেহ হাসপাতালে পাঠায়। মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।