দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৩০ এপ্রিল ।। শনিবার, চড়িলামের বিধায়ক পরিমল সাহা ও জিতেন সাহা হত্যাকান্ডে যুক্ত দোষীদের সাজা ঘোষণা উপলক্ষ্যে কোট চত্বরকে রীতিমতো নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। প্রচুর উৎসুক মানুষ ভীড় জমায় পরিমল সাহা ও জিতেন সাহা হত্যাকান্ডের শেষ পরিণতি জানতে। দোষী সাব্যস্ত ১২জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়। আসামী পক্ষের আইনজীবি কোট চত্বরে সাংবাদিকদের জানিয়েছেন আজকের রায়ের পর দোষী সাব্যস্ত হওয়া এই ১২ জনের জন্য উচ্চ আদালতে আপিল করা হব। উল্লেখ্য, ৩৩ বছর পর চড়িলামের বিধায়ক পরিমল সাহা ও জিতেন সাহা হত্যাকান্ড মামলার বিচার প্রক্রিয়া শুক্রবার (২৯ এপ্রিল ২০১৬) সম্পন্ন হয়েছে। জোড়া হত্যাকান্ড মামলায় ১৭ জনের মধ্যে ১২জনকে দোষী সাব্যস্ত করেছেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস বি দত্ত এবং ৫ জনকে বেকসুর খালাস করেছেন। দোষী সাব্যস্ত ১২জনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ৩০৭, ৩২৬, ১২০(বি) এবং বিস্ফোরক আইনের ধারা ৩ মোতাবেক অপরাধ প্রমানিত হয়েছে।