আগরতলা, ০৭ অক্টোবর ।। এসো মা লক্ষ্মী বস ঘরে, আমার এই ঘরে থাক আলো করে। মঙ্গলবার ধনের দেবী লক্ষ্মী পূজো। প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজো হয়ে থাকে। মহিষাসুরমর্দিনীর আগমনে আনন্দময় হয়ে উঠেছিল ধরনী। জীবনের জ্বালা ভুলে মানুষ মেতেছিল উৎসবের আনন্দে। চিন্ময়ীর বিদায়ের বার্তা ভুলে মানুষ আবার মেতে উঠবে লক্ষ্মী পূজোর উৎসব ও আনন্দে। লক্ষ্মী পূজোকে কেন্দ্র করে গোটা রাজ্যে যেন এক উৎসবের আমেজ। শহরের বিভিন্ন স্থানে বিক্রেতারা দেবীর মূর্তি নিয়ে বসে আছে। বাজারে ক্রেতার সমাগম। মঙ্গলবার সন্ধ্যা ৬।৪১ মিঃ নাগাদ পূর্ণিমা লাগার সাথে সাথেই শুরু হয়ে যাবে ভক্তের ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজা।