নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ।। আগামী ২ মে সোমবার থেকে পরীক্ষামূলক ভাবে চালু হতে যাচ্ছে শিলচর-আগরতলা রুটে ব্রডগেজের যাত্রীবাহী রেল। বহু প্রতিক্ষার পর রাজ্যবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শনিবার, মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রেলের আধিকারীক এবং পরিবহণ মন্ত্রী মানিক দে জানান, আগামী সোমবার থেকে পরীক্ষামূলক ভাবে চালু হতে যাচ্ছে শিলচর-আগরতলা রুটে ব্রডগেজের যাত্রীবাহী রেল। প্রাথমিক ভাবে সপ্তাহে ২ দিন চলবে শিলচর-আগরতলা রুটে ব্রডগেজের যাত্রীবাহী রেল।