দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ মে ।। মাধব বাড়ীর ইটভাটার গগনচুন্নী চিমনি দিয়ে নির্গত ধোঁয়ার সঙ্গে পেটের যোগান রয়েছে শ্রমিদের। রোদ বৃষ্টিতে শ্রমিকের দল কাজ করে সচল রেখেছে পৃথিবীর অগ্রযাত্রাকে। ত্রিপুরার ইট ভাটা গুলোতে বছরের নির্দিষ্ট সময়ে প্রতিবছর ঝাড়খন্ড, রাঁচি থেকে শ্রমিকরা কাজ করতে আসে। কাজের টানে ত্রিপুরায় আসতে আসতে অনেকেই এখানকার মাটি, মানুষকে ভালোবেসে ফেলেছেন। নিজেরাই বলেছেন সে কথা। শ্রমিক শ্রেণীর স্বার্থরক্ষায় রয়েছে নির্দিষ্ট সরকারী আইন। মে দিবসে আমরাও বেরিয়ে পড়েছিলাম শ্রমিকের জীবনের গল্পের খোঁজে। মাধব বাড়ীতে ইট ভাঁটায় চড়া রোদে কোদাল বেলচায় তখন কাজ করছিলেন মে দিবসের প্রাক্কালে শ্রমিকরা। ইট ভাঁটাতে কথা হলো ভাটার শ্রমিক বিজয় লাকড়ার সঙ্গে – বললেন কাজের কথা, পারিশ্রমিক, স্বাস্থ্য ব্যবস্থা, কতদিন ধরে আসছেন ত্রিপুরায়, বললেন ত্রিপুরার মাটি মানুষের কথাও।