দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ মে ।। গোটা পৃথিবীতে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। যেখানে শ্রমীক শ্রেণীর কোটি কোটি মানুষ জীবন চলার পথের বর্তমান প্রেক্ষাপট নিয়ে নতুন করে হিসেবের শেষে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পেট পিঠের দূরত্ব কমানোর দাবীতে মিছিলে শ্লোগানে মুখরিত হয়ে পথে নামবেন। শ্রমিকের শ্রমদানে যে পৃথিবী তিল তিল করে তিলোত্তমা হচ্ছে তাঁদের জন্যই সমর্পিত মে দিবসে বিশ্বের শ্রমিক প্রজাতির জীবনের ছবি নিতান্তই ধূসর ক্যানভাসের আদ্যেপ্রান্ত কাহিনী।
আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও বহু মানুষ জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন শ্রমিকের পেশা, বিভিন্ন ক্ষেত্রে শ্রমদান করে যে মজুরী পাচ্ছেন তাতেই সংসার প্রতিপালন। সংগঠিত অসংগঠিত ক্ষেত্র দু’ক্ষেত্রেই নিয়োজীত রয়েছেন শ্রমিক শ্রেণীর মানুষেরা। নির্মাণ ক্ষেত্র, ইট ভাঁটা থেকে শুরু করে আজকাল নতুন নতুন কর্মক্ষেত্রেও শ্রমদানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
যেখানেই শ্রমিক সেখানেই হাড় ভাঙ্গা জীবনের বাস্তব প্রতিচ্ছবি। শ্রমিকের শরীর থেকে চুঁইয়ে পড়া ঘামেই লেখা থাকে নব নির্মাণের বার্তা।